আকাশের কাছে মেঘ বেশি প্রিয় নাকি রাতের তারা? এই প্রশ্নে কত দিন, কত রাত আমি দিশেহারা আকাশের কাছে মেঘ বেশি প্রিয় নাকি রাতের তারা? এই প্রশ্নে কত দিন, কত রাত আমি দিশেহারা ♪ পাখির কাছে আকাশের চেয়ে পৃথিবী কি প্রিয়? জানা যদি থাকে কারো আমায় জানিও নদীর কাছে ঢেউ বেশি প্রিয় নাকি দূরের সাগর? কেউ যদি জানো জানিও তো ♪ চোখের কাছে ঘুম বেশি প্রিয় নাকি স্বপ্ন? কত ভাবে কত বার মনে জাগে প্রশ্ন পথিকের কাছে পথ বেশি প্রিয় নাকি বটের ছায়া? ভেবে ভেবে শেষে মনে হয় সবই আসলে তো মায়া আকাশের কাছে মেঘ বেশি প্রিয় নাকি রাতের তারা? এই প্রশ্নে কত দিন, কত রাত আমি দিশেহারা আকাশের কাছে মেঘ বেশি প্রিয় নাকি রাতের তারা? এই প্রশ্নে কত দিন, কত রাত আমি দিশেহারা