স্বপ্ন তুমি চোখের প্রান্ত দেখা থেকে চেষ্টা করো অন্য কারো চোখে দেখা দিতে সব কিছু মিলিয়ে ক্লান্ত আমি এখনো... বসে আছি আমার সমাধিতে... কত বিরহের চেনা কবিতা মনে করে দেয় ব্যর্থতা আমি এখনো খুঁজে ফিরি বুকের মাঝে তোমার মায়া ঘুম ভেঙ্গে যায় বৃষ্টি ধারায় সমাধীর পাথর সরে যায় কার মায়ায়।