চাঁদ কিংবা নিয়নের আলো তুমি ছাড়া কিছুই লাগে না ভালো দূর থেকে দূরে কাহারই ছায়া দিগন্ত জুড়ে থাকা সবুজ মায়া চাঁদ কিংবা নিয়নের আলো তুমি ছাড়া কিছুই লাগে না ভালো ♪ চারপাশে পড়ে থাকা ভোরের শিশির নির্জন ঢেউয়ে ভাসায় সমুদ্র তীর ♪ চারপাশে পড়ে থাকা ভোরের শিশির নির্জন ঢেউয়ে ভাসায় সমুদ্র তীর আলো লাগে যদি তুমি থাকো পাশে আমার হৃদয় যেন জোছনা ভাসে চাঁদ কিংবা নিয়নের আলো তুমি ছাড়া কিছুই লাগে না ভালো