নিঝুম রাত অথবা ব্যস্ত দিন
তুমি ছাড়া পৃথিবী অর্থহীন
নিঝুম রাত অথবা ব্যস্ত দিন
তুমি ছাড়া পৃথিবী অর্থহীন
তুমি ছাড়া চারিদিকে অথই অন্ধকার
তুমি প্রথম, তুমি আমার সংসার
তুমি ভালোবাসার নিঝুম পাড়ে প্রাণের যেন স্পর্শ লাগা
তুমি অনুভবের তেপান্তরে সারারাত্রি নির্ঘুম জাগা
স্বপ্নের রঙ অথবা বিষাদ কালো
তুমি ছাড়া কিছুই লাগেনা ভালো
স্বপ্নের রঙ অথবা বিষাদ কালো
তুমি ছাড়া কিছুই লাগেনা ভালো
তুমি ছাড়া চারিদিকে অথই অন্ধকার
তুমি প্রথম, তুমি আমার সংসার
তোমার চোখের মায়া ভুলিনাই, সব মনে আছে
এখনো তোমার জন্য রাত্রিদিন খুলে রাখি বুক
এখনো তোমার জন্য গৃহকোণ করি সমাজ্জন
সযত্নে কেয়ারি করি বাগানের চারা গাছগুলি
তোমার চোখের ভাষা ভুলিনাই, মর্মে গাঁথা আছে
তাইতো এখনো আমি তোমার জন্য সাজাই পৃথিবী
তোমারই পথের ধারে রোপন করি যত ছায়া তরু
আমার হৃদয়খানি করে তুলি প্রিয় পুষ্পোদ্যান
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri