ব্যবধানটা খুব বেশি নয় মাত্র কয়েকটা হাত পরিচয়টাও খুব বেশী নয় মাত্র কয়েকটা রাত ব্যবধানটা খুব বেশি নয় মাত্র কয়েকটা হাত পরিচয়টাও খুব বেশী নয় মাত্র কয়েকটা রাত মুঠোফোন হাতে রোজ দাঁড়াতে ব্যালকনিটার ধারে আমিও আকাশ দেখার ছলে দেখতাম বারে বারে ভাবনাগুলো ওলটপালট হয়ে যেত সব কী যে মনটা রেখে তোমার পাড়ায় উধাও হতাম নিজে ভাবনাগুলো ওলটপালট হয়ে যেত সব কী যে মনটা রেখে তোমার পাড়ায় উধাও হতাম নিজে ♪ হাসি হাসি মুখে প্রশ্রয় ছিল তোমার চোখের পাতায় কবিতার মতো মিলে যেত সব আমার মনের খাতায় হাসি হাসি মুখে প্রশ্রয় ছিল তোমার চোখের পাতায় কবিতার মতো মিলে যেত সব আমার মনের খাতায় ভাবনাগুলো ওলটপালট হয়ে যেত সব কী যে মনটা রেখে তোমার পাড়ায় উধাও হতাম নিজে ভাবনাগুলো ওলটপালট হয়ে যেত সব কী যে মনটা রেখে তোমার পাড়ায় উধাও হতাম নিজে ♪ ভেসে গেছি রোজ উজান স্রোতে দু'জনেই মনে মনে কখন যেন ভালোবাসাটা জন্মালো নির্জনে ভেসে গেছি রোজ উজান স্রোতে দু'জনেই মনে মনে কখন যেন ভালোবাসাটাই জন্মালো নির্জনে ভাবনাগুলো ওলটপালট হয়ে গেল সব কী যে মনটা রেখে তোমার পাড়ায় উধাও হতাম নিজে ভাবনাগুলো ওলটপালট হয়ে গেল সব কী যে মনটা রেখে তোমার পাড়ায় উধাও হতাম নিজে