দেয়ালে তোমার ছবি অন্ধকার তুমি ছায়াঘেরা সুদূরের মুখ বাগানে দাঁড়িয়ে আছো স্মৃতির পাথর ওই পাথরের চোখে sunglass ভেতরে লাফিয়ে ওঠে অন্ধ রাত দেখে নেবো, দেখে নেবো সব স্বপ্ন করেছো খুন কোন মায়াবিনী কেন অন্ধের চোখে sunglass কেউ নেই, কেউ নেই কেউ নেই, নেই, কিছু নেই সবাই ফিরেছে ঘরে ফেরার সময় শুধু তোমার সময় হলো না ♪ দেখো এখন চোখের নিচে কালো দাগ কার নখের আঁচড় ভেতরেই সফল মানুষ হাঁটে দীর্ঘ পায়ে তুমি তাদের ভীড়েই হারালে তুমি সিঁড়ি ভাঙো, কত সিঁড়ি ভাঙো কিনে ফেলেছো কি স্বর্গের সিঁড়ি শুধু দূর থেকে হাত নাড়ে সেই ছবি দেখো ছবি জুড়ে স্থির sunglass ফেরাও, ফেরাও ফেরাও আমাকে, সর্বনাশ সবাই ফিরেছে ঘরে ফেরার সময় কেন আমার সময় হলো না