ঘুমহীন রাতে যার স্বপ্ন বুনি নিঝুম আঁধারে যার ছোঁয়া পাই হৃদয়ের ক্যানভাসে আঁকা যে ছবি চোখ বুজলেই যার দেখা পাই হাজার লোকের ভিড়ে বার বার ঘুরে ফিরে যে প্রিয় মুখ খুঁজে যাই সে তুমি সে তুমি সে তুমি সে তুমি সে তুমি সে তুমি সে তুমি ♪ বন্দী ইচ্ছেগুলো থাকতে চায় না আর মনের জেলে কষ্ট মরে যেত, খুশির বৃষ্টি হতো তোমায় পেলে বন্দী ইচ্ছেগুলো থাকতে চায় না আর মনের জেলে কষ্ট মরে যেত, খুশির বৃষ্টি হতো তোমায় পেলে আমার পিয়াসী মনে সুখের শ্রাবণ নূপুরের সুরে যার ঘন বর্ষণ সেই তো আমার মানসী সে তুমি সে তুমি সে তুমি সে তুমি সে তুমি সে তুমি সে তুমি ♪ সন্ধি-শর্ত দিয়ে চাই না রাখতে আমি তোমায় বেঁধে নিবিড় আলিঙ্গনে বিশ্বাসী বন্ধনে থেকো বুকে সন্ধি-শর্ত দিয়ে চাই না রাখতে আমি তোমায় বেঁধে নিবিড় আলিঙ্গনে বিশ্বাসী বন্ধনে থেকো বুকে আমার জীবনের এই ছোট্ট ভুবন ফাগুন রঙে যে রাঙে যখন তখন সেই তো আমার সারথি সে তুমি সে তুমি সে তুমি সে তুমি সে তুমি সে তুমি সে তুমি ঘুমহীন রাতে যার স্বপ্ন বুনি নিঝুম আঁধারে যার ছোঁয়া পাই হৃদয়ের ক্যানভাসে আঁকা যে ছবি চোখ বুজলেই যার দেখা পাই হাজার লোকের ভিড়ে বার বার ঘুরে ফিরে যে প্রিয় মুখ খুঁজে যাই সে তুমি সে তুমি সে তুমি সে তুমি সে তুমি সে তুমি সে তুমি