Kishore Kumar Hits

Tutul - Chokhe Chokh şarkı sözleri

Sanatçı: Tutul

albüm: Ebong Ami


চোখে চোখ রেখে যদি বল ভালবাসি
এ কথা মুখে মুখে রটাবে বেশি
হাতে হাতে রেখে যদি বল ভালবাসি
এ কথা ফুলে ফুলে ছড়াবে প্রেয়সি।।
নীল রাতে একা একা আসো যদি
আমার খুব কাছে
ও ভয় হয় আঁধারের দল যদি
দেখে ফেলে পাজি।
হাতে হাতে রেখে যদি বল ভালবাসি
এ কথা ফুলে ফুলে ছড়াবে প্রেয়সি।।
মাঝরাতে চুপি চুপি বস যদি
আমার খুব পাশে
ভয় হয় তাঁরাদের দল যদি
মাতে উপহাসে
হাতে হাতে রেখে যদি বল ভালবাসি
এ কথা ফুলে ফুলে ছড়াবে প্রেয়সি।।

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar