Kishore Kumar Hits

Tutul - Eto Valobasha şarkı sözleri

Sanatçı: Tutul

albüm: Ebong Ami


এত ভালোবাসা ভালো নয়
এত ভালোবাসা ভালো নয়
ভালোবাসি তোমাকে, তাই লাগে ভয়
ভালোবাসি তোমাকে, তাই লাগে ভয়
এত ভালোবাসা ভালো নয়
এত ভালোবাসা ভালো নয়
ভালোবাসি তোমাকে, তাই লাগে ভয়
ভালোবাসি তোমাকে, তাই লাগে ভয়

ও এত কাছে এসে অবশেষে জানি যাবে চলে
এত কাছে এসে অবশেষে জানি যাবে চলে
সবার কপালে কষ্ট বিহনে
এত সুখ কখনো কি সয়?
এত ভালোবাসা ভালো নয়
এত ভালোবাসা ভালো নয়
ভালোবাসি তোমাকে, তাই লাগে ভয়
ভালোবাসি তোমাকে, তাই লাগে ভয়

ও এত কিছু দিলে, কাছে এলে, জানি তবু পর হবে
এত কিছু দিলে, কাছে এলে, জানি তবু পর হবে
সবার জীবনে স্মৃতিটা বিহনে
সময় কি হয় মধুময়?
এত ভালোবাসা ভালো নয়
এত ভালোবাসা ভালো নয়
ভালোবাসি তোমাকে, তাই লাগে ভয়
ভালোবাসি তোমাকে, তাই লাগে ভয়
এত ভালোবাসা ভালো নয়
এত ভালোবাসা ভালো নয়
ভালোবাসি তোমাকে, তাই লাগে ভয়
ভালোবাসি তোমাকে, তাই লাগে ভয়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar