তুমি চোখে যে স্বপ্ন দেখ আমি তা রঙে আকি তুমি বুকে যে কষ্ট রাখো তা আমার পোষা পাখি তোমারে আমার ভালবাসা শুভঙ্করের ফাঁকি।। তুমি নিশি জেগে যে চিঠি লেখ তা আমার ছেড়া চিরকুট এমন চিঠি আমার কত পথেই হয়েছে লুট।। তুমি সদ্য ফোঁটা যে ফুল দেখ তা আমার ভোলা স্মৃথির মত এমন ফুল যে বইয়ের ভাজে শুকিয়েছে কত।।