কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবো একই সাথে চাদরের ভাঁজে লিখে দিবো এই গান তোমারই নামে (নামে) না, থাকবে না কোনো পিছুটান, কোনো অভিমান শুধু শুনে দেখো কী বলে আমার মনটা তোমাকে আজ যেতে দেবো না বসিয়ে দাগ মনে রাখানো আমার অভ্যাস যদি ভুল হয় করে দিয়ো মাফ অযথা সময় হেরে চলে-এসে কী হবে? যদি শুধু আসতে আগে তাহলে হয়তো কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবো একই সাথে চাদরের ভাঁজে লিখে দিবো এই গান তোমারই নামে ঈশ্বর জানে, আসমান সাক্ষি এই সময়ের সাথে শূন্যের মাঝে মিশে যাই মিশে যাই এই স্নেহের কাছে কোমরে হাত রেখে চোখে চোখে ইশারা দিয়ে সে কী দেখে, কী জানে অন্ধকারে দিশেহারা হয়ে মরি, পুড়ি আর চোখে সবই দেখি? বাহানাগুলো ফেলে রাখি এরা তোমায়- অযথা সময় হেরে চলে-এসে কী হবে? যদি শুধু আসতে আগে কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবো একই সাথে চাদরের ভাঁজে লিখে দিবো এই গান তোমারই নামে ঈশ্বর জানে, আসমান সাক্ষি এই সময়ের সাথে শূন্যের মাঝে মিশে যাই মিশে যাই এই স্নেহের কাছে কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবো একই সাথে চাদরের ভাঁজে লিখে দিবো এই গান তোমারই নামে ঈশ্বর জানে, আসমান সাক্ষি এই সময়ের সাথে শূন্যের মাঝে মিশে যাই মিশে যাই এই স্নেহের কাছে (অযথা), অযথা (সময় হেরে) (চলে এসে কী হবে?) চলে এসে কী হবে? (যদি শুধু আসতে আগে) যদি শুধু আসতে আগে অযথা সময় হেরে চলে-এসে কী হবে? যদি শুধু আসতে আগে