কথা কও, কথা কও দাও সাড়া শেষ রাগিণীর বীণ বাজে প্রাণে ফুটেছে হৃদয়-তারা কথা কও মনে পড়ে সব কাজে মনে পড়ে- তব মণিহার বিরহ রচিত নিশীথ শয়ন-মাঝে আজি কোথা তুমি, কত দূরে আমি আজি কোথা তুমি, কত দূরে আমি হিয়া মোর হিয়া ছাড়া দাও সাড়া ফুটেছে হৃদয়-তারা কথা কও আমার গানের একটি কথা যে বেসেছিলে, ভালোবেসেছিলে কত শত গান আজি গাহি আর ভুলি ভুলি না তো ব্যথা যত আজো মোর মনে পড়ে আমার কাঁদনে কাঁদিয়াছ তুমি তবু কেন গেলে সরে আজো মোর মনে পড়ে আমার কাঁদনে কাঁদিয়াছ তুমি তবু কেন গেলে সরে ভুল নিয়ে বুঝি হয়েছিল শুরু ভুলে তাই হলো সারা ফুটেছে হৃদয়-তারা কথা কও দাও সাড়া শেষ রাগিণীর বীণ বাজে প্রাণে ফুটেছে হৃদয়-তারা কথা কও