প্রেমের সমাধি-তীরে
নেমে এল শুভ্র মেঘের দল
তাজমহলের মর্মরে গাঁথা
তাজমহলের মর্মরে গাঁথা
কবির অশ্রুজল
শুভ্র মেঘের দল
বেদনা-
বেদনা তোমার হায়, শাজাহান
গানে গানে রচে একি অভিযান
বেদনা তোমার হায়, শাজাহান
গানে গানে রচে একি অভিযান
মৃত্যু-সাগরে ফোটালে শুভ্র
অমৃত শতদল
তাজমহল, তাজমহল
কোথা মমতাজ, প্রেমিকের প্রিয়া
কবির কবিতা তুমি
কোথা মমতাজ প্রেমিকের প্রিয়া
কবির কবিতা তুমি
বিরহে তোমার ধরণীর ধূলি
বিরহে তোমার ধরণীর ধূলি
হলরে তীর্থভূমি
প্রেমের যমুনা কাঁদিয়া আকুল
প্রেমের যমুনা কাঁদিয়া আকুল
ঝরেছে চামেলী স্বপনের ফুল
ঝরেছে চামেলী
ঝরেছে চামেলী স্বপনের ফুল
পাষাণ ফুলের গন্ধে উতলা
ভুবন গগনতল
তাজমহল, তাজমহল
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri