Kishore Kumar Hits

S. D. Burman - Ke Amare Aajo Pichhu Dake şarkı sözleri

Sanatçı: S. D. Burman

albüm: Modern Bengali Songs


কে আমারে আজও পিছু ডাকে?
পিছু ডাকে কে আমারে আজও?
সে কি আলো, সে কি আলেয়া?
সে কি আলো, সে কি আলেয়া?
আঁখি মেলে পথ চেয়ে থাকি
আঁখি মেলে পথ চেয়ে থাকি
থাকে কে ঘুম-উতলা কেয়া
থাকে কে ঘুম-উতলা কেয়া
আজি আকাশের আঁখিজল
বনপথ করেছে পিছল
আজি আকাশের আঁখিজল
বনপথ করেছে পিছল
কাঁদে কেকা কদমবনে
কাঁদে কেকা কদমবনে
ক্ষণে ক্ষণে চমকে দেয়া
ক্ষণে ক্ষণে চমকে দেয়া
কেয়া কেন কাঁটার মাঝে
মরমের সুরভী ছড়ায়?
মালা হয়ে বুকে এলো না, এলো না যে
তারই স্মৃতি চরণে জড়ায়
মরমের সুরভী ছড়ায়
কেয়া কেন কাঁটার মাঝে
মরমের সুরভী ছড়ায়?
মালা হয়ে বুকে এলো না, এলো না যে
তারই স্মৃতি চরণে জড়ায়
আঁখি হতে দিয়েছি বিদায়
তবু হিয়া কাঁদে, একি দায়!
বিরহের ভরা নদীতে
একা একা বাহিবে খেয়া
একা একা বাহিবে খেয়া
কে আমারে আজও পিছু ডাকে?
পিছু ডাকে কে আমারে আজও?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar