Kishore Kumar Hits

S. D. Burman - Bujhi Amar Pran Jay-Bhatiyali şarkı sözleri

Sanatçı: S. D. Burman

albüm: Ore Sujan Naiya


বুঝি আমার প্রাণ যায়
শ্যাম প্রেমের বিষে
সই, আইনা দে, আইনা দে
সে যে কান্দাইয়া রইল কার বাসে
সই, আইনা দে, আইনা দে
দংশিল বিচ্ছেদ ভুজঙ্গে
বুঝি প্রাণ নাশে
দংশিল বিচ্ছেদ ভুজঙ্গে
বুঝি প্রাণ নাশে
যদি শ্যাম আসিত, ছাইড়া যাইত
পরশে পরশে
সই, আইনা দে, আইনা দে
প্রাণ কাঁদে
কাঁদে গো প্রাণসখী
নয়ন ঝরে
ঝরে গো দিবানিশি
যদি শ্যাম আসিত, ছাইড়া যাইত
পরশে পরশে
সই, আইনা দে, আইনা দে
বিনা আগুনে দহে অঙ্গ
ভঙ্গ হইল রসে
বিনা আগুনে দহে অঙ্গ
ভঙ্গ হইল রসে
আমি প্রেমানলে পুইড়া মইলাম
নির্বাণ হবে কিসে
সই, আইনা দে, আইনা দে
প্রাণ শীতল হবে গো আমার কিসে
বিধি আমার নিদয় হইল কপাল দোষে
শ্যাম আমার চন্দন হইয়া
অঙ্গে যেন মিশে
সই, আইনা দে, আইনা দে
বুঝি আমার প্রাণ যায়
শ্যাম প্রেমের বিষে
ওরে, শ্যাম প্রেমের বিষে
সই, আইনা দে, আইনা দে
বুঝি আমার প্রাণ যায়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar