মলয়া, চলো ধীরে ধীরে চলো মলয়া, চলো ধীরে ধীরে আমার কৃষ্ণ ঘুমায় তারে জাগায়ো না, জাগায়ো না রে ধীরে ধীরে চলো, মলয়া চলো ধীরে ধীরে, চলো ধীরে ধীরে মরমি, শোনো প্রেমের কথা মরমি, শোনো প্রেমের কথা ভেঙো না মধুর নীরবতা জাগিলে শ্যামরায় নুপুর দিয়ে পায়ে আবার আসিও ফিরে তারে জাগায়ো না কৃষ্ণ ঘুমায়, তারে জাগায়ো না প্রিয় ঘুমায় তারে জাগায়ো না, জাগায়ো না রে ধীরে ধীরে চলো, মলয়া চাঁদের সুধা অঙ্গেতে লয়ে সে যে ঘুমায় ঘুমায় সুখে জাগালে তারে সে ব্যথা বুঝি বাজিবে আমারই বুকে সে যে ঘুমায় ঘুমায় সুখে দূর কাননে কলির আড়ালে সে ঘুমালো ঘুমালো যে কানুর সাজে শ্রীরাধিকা সেথা জাগে লয়ে ব্যথা শ্রীরাধিকা সেথা জাগে লয়ে ব্যথা ভাসে গো আঁখির নীরে তারে জাগায়ো না কৃষ্ণ ঘুমায়, তারে জাগায়ো না কানু ঘুমায় তারে জাগায়ো না, জাগায়ো না রে ধীরে ধীরে চলো, মলয়া চলো ধীরে ধীরে আমার কৃষ্ণ ঘুমায় তারে জাগায়ো না, জাগায়ো না রে ধীরে ধীরে চলো, মলয়া চলো ধীরে ধীরে চলো ধীরে ধীরে চলো ধীরে ধীরে