কে যাবি চল বৃন্দাবনে
কে যাবি চল বৃন্দাবনে
যারে নাগাল পাই
কে যাবি চল বৃন্দাবনে
আমি যারে নাগাল পাই
প্রাণনাথ বন্দেরে পাইলে অমৃতেরই ঠাঁই গো
কে যাবি চল বৃন্দাবনে
প্রাণনাথ বন্দেরে পাইলে অমৃতেরই ঠাঁই গো
কে যাবি চল বৃন্দাবনে
ওপারে ওঠে রে চাঁদ, অঙ্গ শীতল করে
ওপারে ওঠে রে চাঁদ, অঙ্গ শীতল করে
আমার লাগি সে চাঁদ সখী
আমার লাগি সে চাঁদ সখী
অনল হইয়া জ্বলে গো
কে যাবি চল বৃন্দাবনে
আমার লাগি সে চাঁদ সখী
অনল হইয়া জ্বলে গো
কে যাবি চল বৃন্দাবনে
ওপারে বন্ধুয়ার বাড়ি, মইদ্যে চোরা নদী
ওপারে বন্ধুয়ার বাড়ি, মইদ্যে চোরা নদী
মনে লয় উড়িয়া যাইতাম
মনে লয় উড়িয়া যাইতাম কঙ্কনা দেয় বিহিত
কে যাবি চল বৃন্দাবনে
যারে নাগাল পাই
কে যাবি চল বৃন্দাবনে
শুনি নাকি শ্যামের প্রেমে মরলে জীবন পায়
শুনি নাকি শ্যামের প্রেমে মরলে জীবন পায়
জীবনটাতে মরলাম
জীবনটাতে মরলাম আমি
কে করে উপায় গো
কে যাবি চল বৃন্দাবনে
যারে নাগাল পাই
প্রাণনাথ বন্দেরে পাইলে
প্রাণনাথ বন্দেরে পাইলে অমৃতেরই ঠাঁই গো
কে যাবি চল বৃন্দাবনে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri