ফুলের বনে থাকো, ভ্রমর, ফুলের মধু খাও
ফুলের বনে থাকো, ভ্রমর, ফুলের মধু খাও
আমার কথা কণ্ঠে লইয়া-
আমার কথা কণ্ঠে লইয়া বন্ধুর দেশে যাও রে, ভ্রমর
যাও রে, ভ্রমর, যাও, যাও
ফুলের বনে থাকো, ভ্রমর, ফুলের মধু খাও
শুনবে যেথায় বেভুল বাঁশি-
শুনবে যেথায় বেভুল বাঁশি, সেথায় আছে মোর উদাসী
আমার নাম তার কানে দিয়ো-
আমার নাম তার কানে দিয়ো, তারে যদি পাও রে, ভ্রমর
যাও রে, ভ্রমর, যাও, যাও
ফুলের বনে থাকো, ভ্রমর, ফুলের মধু খাও
আমার কথা কণ্ঠে লইয়া বন্ধুর দেশে যাও রে, ভ্রমর
যাও রে, ভ্রমর, যাও
বন্ধু যদি চমকে ওঠে, সজল চোখে চায়
কইয়ো তারে, তারি লাগি আজও কাঁদি হায়, হায়
কইয়ো তারে, তারি লাগি আজও কাঁদি হায়, হায়
পথ যদি সে ভুলে থাকে, পথ দেখায়ে এনো তাকে
পথ যদি সে ভুলে থাকে, পথ দেখায়ে এনো তাকে
বুকের মালা-
বুকের মালার মধু নিয়া তারে এনে দাও রে, ভ্রমর
যাও রে, ভ্রমর, যাও
ফুলের বনে থাকো, ভ্রমর, ফুলের মধু খাও
আমার কথা কণ্ঠে লইয়া বন্ধুর দেশে যাও রে, ভ্রমর
যাও রে, ভ্রমর, যাও
Поcмотреть все песни артиста