জাগার সাথি গো মম
জাগিয়ো, জাগিয়ো আমার সাথে
ঘুমায় না, ঘুমায় না শশী তারা
এমন মাধবী রাতে
আলোক-রাগে মুকুল জাগে
সুবাস জাগে অন্তরে
আলোক-রাগে মুকুল জাগে
সুবাস জাগে অন্তরে
চাঁপার বনে ঘনায় মধু
মহুয়া-শাখা মুঞ্জরে
মহুয়া-শাখা মুঞ্জরে
চাঁপার বনে ঘনায় মধু
মহুয়া-শাখা মুঞ্জরে
ঘুম-না-জানা, ঘুম-না-জানা
ব্যাকুল অলি, ব্যাকুল অলি
কুসুমে ডাকি গুঞ্জরে
কুসুমে ডাকি গুঞ্জরে
কুসুমে ডাকি গুঞ্জরে
কুসুমে ডাকি গুঞ্জরে
ঘুম, ঘুম-ভাঙানিয়া-গীতি
রাতের পাখায় বাজে
তটিনী নিদ্রাহারা
সাগর ধেয়ানে রাজে
হে চির সখা, আমারি কথা
নিখিল নভে সঞ্চরে
হে চির সখা, আমারি কথা
নিখিল নভে সঞ্চরে
তোমারি তরে জাগিব আমি
জাগিয়ো বঁধূ মোর তরে
জাগিয়ো বঁধূ মোর তরে
এ রাতি মম রহিবে জাগি
এ রাতি মম রহিবে জাগি
চির-রাতির অন্তরে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri