কণ্ঠে তোমার দুলবে বলে গানের মালা গাঁথি কণ্ঠে তোমার দুলবে বলে তুমি এসে বসবে বলে তুমি এসে বসবে বলে হিয়ায় আসন পাতি হিয়ায় আসন পাতি গানের মালা গাঁথি গানের মালা গাঁথি কণ্ঠে তোমার দুলবে বলে তোমার সুবাস- তোমার সুবাস চাঁপার গন্ধমাঝে জোছনা, জোছনা রাতে আলোর বুকে নূপুর তব বাজে যে নূপুর তব বাজে যে নূপুর তব বাজে পাইনে তোমায় পাইনে তোমায় বাসর জাগি জ্বালিয়ে প্রেমের বাতি জ্বালিয়ে প্রেমের বাতি গানের মালা গাঁথি গানের মালা গাঁথি কণ্ঠে তোমার দুলবে বলে একলা কাঁদি অঝোর ধারে সে ধারাতে আসবে নাকি তোমার তরি হৃদয়-পারে তুমি আমায় করবে অবহেলা অবহেলা, অবহেলা তোমায় দেখে কাঁদব আমি একি তব খেলা তোমার খেলা শেষ হলো না তোমার খেলা শেষ হলো না ঘনায় আমার রাতি গানের মালা গাঁথি গানের মালা গাঁথি কণ্ঠে তোমার দুলবে দুলবে, দুলবে