Kishore Kumar Hits

S. D. Burman - O Kalo Megh Bolte Paro şarkı sözleri

Sanatçı: S. D. Burman

albüm: S D Burman Rare Bangla Songs Vol 1 To 4


ও কালো মেঘ বলতে পারো
ও কালো মেঘ বলতে পারো
কোন দেশেতে থাকো
ও কালো মেঘ বলতে পারো
ও কালো মেঘ
তাল তমালের ঝুলন খেলায়
তাল তমালের ঝুলন খেলায়
কাজল কেনো মাখো
ও কালো মেঘ বলতে পারো
ও কালো মেঘ
বন গহনের শ্যামলা মেয়ে
আকাশ পানে একলা চেয়ে
বন গহনে

বন গহনের শ্যামলা মেয়ে
আকাশ পানে একলা চেয়ে
পাগলা আলোর সাপ খেলিয়ে
আমায় কেবল ডাকো
আমায় কেবল ডাকো
কোন দেশেতে থাকো
ও কালো বলতে পারো
ও কালো মেঘ
শ্রাবণ ধারার জলাঞ্জলি
ভুঁই কদমে ঝরছে গো
বন্ধু আমার
বন্ধু আমার দূর বিদেশে
বুক যে কেমন করছে গো
মোর নয়নের জল যদি চাও
তার কাছে আজ তাই নিয়ে যাও
আমার আঁখির জলছবিটি
আমার আঁখির জলছবিটি
সবার চোখে আঁকো
ও কালো মেঘ বলতে পারো
ও কালো মেঘ বলতে পারো
ও কালো মেঘ বলতে পারো
কোন দেশেতে থাকো
ও কালো মেঘ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar