Kishore Kumar Hits

S. D. Burman - Gour Roop Dekhiya Haiyachhi şarkı sözleri

Sanatçı: S. D. Burman

albüm: Folk Songs Of S D Burman


রূপ দেখিয়া হইয়াছি পাগল
ঔষধে আর মানে না
চল সজনি যাই গো নদীয়ায়
গৌর-রূপ দেখিয়া হইয়াছি পাগল
ঔষধে আর মানে না
চল সজনি যাই গো নদীয়ায়
গৌর-কাঁটা বিষম কাঁটা, বিঁধলে কাঁটা খসানো দায়
ও সজনি, প্রাণসজনি
গৌর-কাঁটা বিষম কাঁটা, বিঁধলে কাঁটা খসানো দায়
ও সজনি, প্রাণসজনি
গৌরাঙ্গ ভুজঙ্গ হয়ে দংশিয়াছে আমার গায়
গৌরাঙ্গ ভুজঙ্গ হয়ে দংশিয়াছে আমার গায়
চল সজনি যাই গো নদীয়ায়
গৌর-রূপ দেখিয়া হইয়াছি পাগল
ঔষধে আর মানে না
চল সজনি যাই গো নদীয়ায়
সাপের বিষে যেমন তেমন
প্রেমের বিষে উজান ধায়
ওরে, সাপের বিষে যেমন তেমন
প্রেমের বিষে উজান ধায়
বিষে অঙ্গ জরজর
বিষে অঙ্গ জরজর, জলে গেলে দ্বিগুণ ধায়
ওরে, জলে গেলে দ্বিগুণ ধায়
চল সজনি যাই গো নদীয়ায়
গৌর-রূপ দেখিয়া হইয়াছি পাগল
ঔষধে আর মানে না
চল সজনি যাই গো নদীয়ায়
পাড়ায় পাড়ায় ঘুইরা বেড়ায়
লোকে কত মন্দ কয়
পাড়ায় পাড়ায় ঘুইরা বেড়ায়
লোকে কত মন্দ কয়
লোকের মন্দ পুষ্পচন্দন
লোকের মন্দ পুষ্পচন্দন, অলংকার করেছি গায়
লোকের মন্দ পুষ্পচন্দন, অলংকার করেছি গায়
চল সজনি, যাই গো নদীয়ায়
গৌর-রূপ দেখিয়া হইয়াছি পাগল
ঔষধে আর মানে না
চল সজনি যাই গো নদীয়ায়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar