ধিক্ ধিক্ আমার এ জীবনে প্রাণনাথ বিহনে প্রাণনাথ বিহনে গো, প্রাণসজনী বন্ধু আসিল না ক্যানে? ধিক্ ধিক্ আমার এ জীবনে প্রাণনাথ বিহনে প্রাণনাথ বিহনে গো, প্রাণসজনী বন্ধু আসিল না ক্যানে? ও বন্ধু আসিল না ক্যানে? ও বন্ধু আসিল না ক্যানে? কী দুঃখ তার মনে? কী দুঃখ তার মনে গো, প্রাণসজনী বন্ধু আসিল না ক্যানে? কোনো দুঃখ দেই না আমি বন্ধুর সরল প্রাণে কোনো দুঃখ দেই না আমি বন্ধুর সরল প্রাণে তবু কেন রইল ভুলে তবু কেন রইল ভুলে চন্দ্রার ভবনে, হায় গো চন্দ্রার ভবনে চন্দ্রার ভবনে গো, প্রাণসজনী বন্ধু আসিল না ক্যানে? আমা হতে চন্দ্রবলী কিবা রূপে-গুণে আমা হতে চন্দ্রবলী কিবা রূপে-গুণে সোনা থুইয়া তামায় মজে সোনা থুইয়া তামায় মজে রইল কী কারণে, হায় গো রইল কী কারণে রইল কী কারণে গো, প্রাণসজনী বন্ধু আসিল না ক্যানে? বাসি হল শয্যার ফুল আমার কপালগুণে তার লাগি কাঁদি না সই গো তার লাগি কাঁদি না সই গো কাঁদি তার গুণে, হায় গো কাঁদি তার গুণে কাঁদি তার গুণে গো, প্রাণসজনী বন্ধু আসিল না ক্যানে? ধিক্ ধিক্ আমার এ জীবনে প্রাণনাথ বিহনে গো, প্রাণসজনী বন্ধু আসিল না ক্যানে?