Kishore Kumar Hits

S. D. Burman - Hay Ki Je Kori E Mon Niya şarkı sözleri

Sanatçı: S. D. Burman

albüm: Magic Of S D Burman


হায় কি যে করি এ মন নিয়া
সে যে প্রণয় হুতাশে ওঠে উথলিয়া
ওই দুষ্টু পাপিয়া বলে পিয়া পিয়া
পিয়া পিয়া
হায় কি যে করি এ মন নিয়া
সে যে প্রণয় হুতাশে ওঠে উথলিয়া
তার মিষ্টি কূজনে তবু জ্বলে হিয়া
মিছে অভিমান ওঠে মনে উছলিয়া
তার মিষ্টি কূজনে তবু জ্বলে হিয়া
মিছে অভিমান ওঠে মনে উছলিয়া
আছে সবার কেহ না কেহ মরমিয়া
হায় একলা আমারই শুধু নাই প্রিয়া
তবু দুষ্টু পাপিয়া বলে পিয়া পিয়া
পিয়া পিয়া
হায় কি যে করি এ মন নিয়া
সে যে প্রণয় হুতাশে ওঠে উথলিয়া
ওই ফুলের বাসরে দেখি বনলতা
বুঝি তরুণ তরুর সনে বলে কথা
তারা কেহ তো বোঝে না মোর আকুলতা
তাই মরমে মরি গো আমি গুমরিয়া
ওই দুষ্টু পাপিয়া বলে পিয়া পিয়া পিয়া
পিয়া পিয়া
হায় কি যে করি এ মন নিয়া
প্রণয় হুতাশে ওঠে উথলিয়া
দেখো একটি চাঁদের সাথী কত তারা
মেশে একটি সাগরে কত জলধারা
শুধু আমি কি একলা রবো সাথীহারা
মোরে কেহ কি বাঁধিবে না গো মালা দিয়া
ওই দুষ্টু পাপিয়া বলে পিয়া পিয়া
পিয়া পিয়া
হায় কি যে করি এ মন নিয়া
প্রণয় হুতাশে ওঠে উথলিয়া

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar