কে জানে ছলনা মনের আঁধারেতে যা ছিল লুকোনো, কেউ জানে না কার চোখে আলেয়া বুকের আগুনেতে কার কথা পোড়ে যে কেউ জানে না (উফ) কে কবে কোথায় নিশানা হবে সে যাবে যেথায়, আঁধার হবে তার ছোঁয়ায় নিশি ডাকে যে আয় (আহ) কোন সুখের মরণ ভেসে যায় যায় রে, যায় রে, যৌবন যায় রে সে বুঝি এলো না আর হায় রে, হায় রে, এ বুক হায় রে জ্বলেপুড়ে ছারখার কে জানে ছলনা মনের আঁধারেতে যা ছিল লুকোনো, কেউ জানে না কার চোখে আলেয়া বুকের আগুনেতে কার কথা পোড়ে যে কেউ জানে না ♪ আজ এই রাতে কার দরজাতে এসেছিল চুপিচুপি পায়ে ও, যত ভেবে থাকে চাইবো না যাকে মন বসে তারই আশায় দেখেও দেখে না কেন যে হায়? বোঝেও বোঝে না, কী বলে যায়? তার ছোঁয়ায় নিশি ডাকে যে আয় কে জানে ছলনা মনের আঁধারেতে যা ছিল লুকোনো, কেউ জানে না যায় রে, যায় রে, যৌবন যায় রে সে বুঝি এলো না আর ♪ ছুঁয়ে দেখ তাকে যে শুধু ডাকে নামহীন কোন ইশারায় এ শরীরজুড়ে কোন সে খেলাতে তার সাথে আজ ফাঁসা যায় দেখেও দেখে না কেন যে হায়? বোঝেও বোঝে না, কী বলে যায়? তার ছোঁয়ায় নিশি ডাকে যে আয় কে জানে ছলনা মনের আঁধারেতে যা ছিল লুকোনো, কেউ জানে না কার চোখে আলেয়া বুকের আগুনেতে কার কথা পোড়ে যে কেউ জানে না যায় রে, যায় রে, যৌবন যায় রে সে বুঝি এলো না আর হায় রে, হায় রে, এ বুক হায় রে জ্বলেপুড়ে ছারখার