Kishore Kumar Hits

Los Ases De La Timba - Echale.com şarkı sözleri

Sanatçı: Los Ases De La Timba

albüm: Aquí Están Los Ases


ছারপোকা ||- Ashes
Guitar tune – C#
আধো আলোতে মন ছুঁয়েছে
অন্ধকার একলা
চোখে চশমা মনে অন্ধ; আয়নাতে চোখ ছোঁয়।
মিছেমিছি ভয় পাওয়া আবার হারিয়ে মেঘটা
মনে মনে ধরে হাঁটা; আমার ভাললাগা।
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে।
তবু ভয় হয় মনে সংশয়
কত সংলাপ ফিকে হয়
তবু ভয় হয় মনে সংশয়
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ভাল লাগা; আমার
ভালবাসা।

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar