Kishore Kumar Hits

Soumitra Chottopadhyay - Obyakto Gorur Jeno şarkı sözleri

Sanatçı: Soumitra Chottopadhyay

albüm: Madhyarater Sonket


অব্যক্ত গড়ুর যেন
একদিন শীত এলো
অথচ ছেলেটার বুকে
তখন তো বসন্ত এলমেলো
ইতস্তত শুরু করে কুণ্ঠিত পায়চারী
কে যেন বলল তাকে ডেকে
আজ সেই ১৭ই জানুয়ারি
সকলেই জেনে গেছে এবারের শীতে
বালক কিশোর হবে ক্রমশ নিভৃতে
ছেলেটা কি জানে
এ নবজাগরণের কি যে মানে
অদ্যাবধি সেইসব পুরাতন খেলা খেলে
ছেলেটা তো বাঁচে স্কুল মাঠে গিটারের ক্লাসে
উত্তরাধুনিক কোন নাচে
দিনগুলো ছুটে চলে
তারই তলে তলে বর্ষা শরৎ যায়
হিম ঋতু এসে তো দাঁড়ায় ১৭ই জানুয়ারি
অব্যক্ত গড়ুর যেন উড়ালের পাখা ঝাপ্টায়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar