Kishore Kumar Hits

Soumitra Chottopadhyay - Cholte Cholte şarkı sözleri

Sanatçı: Soumitra Chottopadhyay

albüm: Madhyarater Sonket


চলতে চলতে
একসময় মনে হয়
এই চুয়াড়ের শহরে রাস্তায়
চলতে চলতে থেমে যাবো
আর কোনোদিনই ফেরা হবে না
আকন্দের বেড়া ঘেরা ঠান্ডা মাটির উঠোন
পা ফেলছে শৈশব
কৈশোর ডালপালা মেলে দিয়ে দেখছে
মেহগনির বড় বড় ছায়ায় টাউন মাঠের ফুটবল
একসময় মনে হয় ফেরা হবে না কোনোদিন
মানুষের সঙ্গে মানুষের সংঘর্ষ চলতেই থাকে
মানুষের হাতে মানুষ আহত হয়, নিহতও হয়
এরই মধ্যে কখন ভোরের ভিখারী এসে গান ধরে
"যাও, যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে"
শরতের আলো-ছায়া দিয়ে তখন গড়তে বসি পয়জার
এবার যখন চলতে চলতে তা বাজবে
তখন তার মধ্যে ঠান্ডা মাটির উঠোন
তার মধ্যেই মাঠের হইচই টলমল করবে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar