Kishore Kumar Hits

Soumitra Chottopadhyay - Paaona şarkı sözleri

Sanatçı: Soumitra Chottopadhyay

albüm: Madhyarater Sonket


পাওনা
যাবার জন্য তোরজোড় করতে করতে এত ব্যস্ত হয়ে পড়েছিল সে
তার মনে পড়েনি আরও একখানি গান বাঁধা পাওনা রয়ে গেছে
এখন অবশ্য হিসেব না চুকিয়ে চুপিসারে বেড়িয়ে যাওয়া যায়
যাওয়ার পথ আগলে কোনো দ্বারই থাকে না
তবু যেতে যে তার দ্বিধা, তা গান বাঁধা বাকি রয়ে গেল বলেই না
যে বাণী মনে উঁকি দিচ্ছে তার মুখে মা ডাক শুনতে পায় সে
যে সুর আবার উচাটন করতে শুরু করে
তার মধ্যে বউকথাকও-এর তৃপ্তিহীন অস্থিরতা মোচড় দিয়ে উঠে
পাওনা চুকিয়ে মাথা উঁচু করে যেতে গেলে
এখন এসব নিয়েই তাকে গান বাঁধতে হবে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar