Kishore Kumar Hits

Soumitra Chottopadhyay - Ato Baro Nodir Ekgola Jole şarkı sözleri

Sanatçı: Soumitra Chottopadhyay

albüm: Madhyarater Sonket


এত বড় নদীর একগলা জলে
এত বড় নদীর একগলা জলে আমাকে দাঁড় করিয়ে দিয়ে
যখন স্তব উচ্চারণ করতে বলেছিলে
তখন কি ভাবোনি আমি ভেসে যেতে পারি?
পারের কাছে ঢেউ ভাঙার এত শব্দ
আমার রক্তের আর্ত উচ্ছ্বাস শুনতে দেয় না
আকাশ কোথায় নদীর কণ্ঠলগ্না
একগলা জলে দাঁড়িয়ে তা চোখে পড়ে না
শুধু মাটির কান্না স্মৃতির অতল থেকে
ঢেউ হয়ে ভেঙে পড়ছে
এত বড় নদীর দয়া ভিক্ষা করে বলতে থাকি
আমি কোনোদিন জনযুদ্ধের নায়ক ছিলাম না
সেবার পুণ্য আমাকে এমন পুঁজি দেয়নি
যা মৃত্যুভয় থেকে মুক্তি দেবে
একগলা জলে আমি দাঁড়িয়ে
তুমি ভাবোনি আমি ভেসে যেতে পারি
মৃত্যুভীত স্তবহীন
যখন খিদে-তেষ্টা শক্ত মাটির স্মৃতি
সুঠাম গানের অশ্রু আছড়ে পড়ছে
এত বড় নদীর ঢেউয়ের থেকেও
তা কি কিছু বড়?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar