Kishore Kumar Hits

Suvro Dev - E Mon Amar (Bangla Song) şarkı sözleri

Sanatçı: Suvro Dev

albüm: Diamond Collection (Bangla Song)


এই মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে
এই মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে
যথই বৃষ্টি হোক এ পোড়া চোখে
যথই বৃষ্টি হোক এ পোড়া চোখে
এ হ্রদয় তোমাকেই খুজবে
এই মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে।
সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে
ভালবাসা হয়ে তুমি এ বুকে রবে
হো সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে
ভালবাসা হয়ে তুমি এ বুকে রবে
হারাবো যেদিন আমি অন্ধকারে
বুঝবে সেদিন তুমি বুঝবে
এই মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে
এই মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে
ভূল বোঝে দূরে সরে তুমি গেছো চলে
জানলে না কি যে ব্যাথা হ্রদয়ে দিলে
হো ভূল বোঝে দূরে সরে তুমি গেছো চলে
জানলে না কি যে ব্যাথা হ্রদয়ে দিলে
ভেঙ্গে যাবে সব ভূল জানি একদিন
খুজবে সেদিন তুমি খুজবে
এই মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে
যথই বৃষ্টি হোক এ পোড়া চোখে
যথই বৃষ্টি হোক এ পোড়া চোখে
এ্র হ্রদয় তোমাকেই খুজবে
এই মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে।
এই মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে।

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar