Doly Shayontoni - Elo Re Brishti Elo şarkı sözleri
Sanatçı:
Doly Shayontoni
albüm: Elo Re Brishti Elo
এলো রে বৃষ্টি এলো
চেনা পথ ভিজে গেল
মুছে দাও কাছে এসে
কাটা-ছেঁড়া ব্যথাগুলো
আবছা চোখে ঝাপসা দেখি
সামনে পিছে তোমায় রাখি
জীবনের ক'টা দিন বাকি
ভালো লাগে তোমায়, ভালো লাগে, পাখি
একটু সুযোগ পেলে তোমায় কাছে ডাকি
আমি ফাঁকি দিয়ে ছুটে ছুটে আসি
তোমায় যে বড্ড ভালোবাসি
ভালো লাগে তোমায়, ভালো লাগে, পাখি
একটু সুযোগ পেলে তোমায় কাছে ডাকি
♪
মেঘ পাড়ে সিঁড়ি ভেঙে আকাশটা চাই ছুঁতে
ভালোবাসার যত রং, মেখেছি তোমার সাথে
চাঁদ দেবে আলো
রাতটা লাগবে ভালো
দোলা দোলা দোলা লাগে
আনন্দে বুক কাঁপে
কখনও বুঝিনি আগে
ভালো লাগে তোমায়, ভালো লাগে, পাখি
একটু সুযোগ পেলে তোমায় কাছে ডাকি
আমি ফাঁকি দিয়ে ছুটে ছুটে আসি
তোমায় যে বড্ড ভালোবাসি
ভালো লাগে তোমায়, ভালো লাগে, পাখি
একটু সুযোগ পেলে তোমায় কাছে ডাকি
♪
ও, মিষ্টি প্রেমের সৃষ্টি হয়ে দৃষ্টিজুড়ে তুমি শুধু
আদর আর ভালোবাসায় মৌমাছি খুঁজে মধু
ফুলকে বলে দেবো
তোমার গন্ধ নেবো
ফোটে, ফোটে, কাঁটা ফোটে
আদরের ভেজা ঠোঁটে
তবু মন যায় রে ছুটে
ভালো লাগে তোমায়, ভালো লাগে, পাখি
একটু সুযোগ পেলে তোমায় কাছে ডাকি
আমি ফাঁকি দিয়ে ছুটে ছুটে আসি
তোমায় যে বড্ড ভালোবাসি
ও, ভালো লাগে তোমায়, ভালো লাগে, পাখি
একটু সুযোগ পেলে তোমায় কাছে ডাকি
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri