দেখলে তোর ওই মুখ, আনচান করে রে বুক আমার heartbeat বেড়ে যায় রে দেখলে তোর ওই মুখ, আনচান করে রে বুক আমার heartbeat বেড়ে যায় রে চেয়ে থাকিস অপলক, আমার এই sweet look মনে প্রেমের whistle বাজে রে টাটকা মনে ফটকা প্রেম তুই দিস না আমারে বন্দি হয়ে থাকবো রে আমি তোর বুকের কারাগারে টাটকা মনে ফটকা প্রেম তুই দিস না আমারে বন্দি হয়ে থাকবো রে আমি তোর বুকের কারাগারে ♪ বিন্দাস এ মন, no tension ঘায়েল হয়েছি তোর নজরে তোকে ছাড়া পাগলপারা আমি কোনো কিছু বুঝি না রে ও, বিন্দাস এ মন, no tension ঘায়েল হবো না তোর নজরে তোর জন্য পাগলপারা এমন কখনো ভাবিস না রে ফেলে মায়ারই জাল করলি নাজেহাল বেঁধে রাখিস মনের ভেতরে টাটকা মনে ফটকা প্রেম তুই দিস না আমারে বন্দি হয়ে থাকবো রে আমি তোর বুকের কারাগারে টাটকা মনে ফটকা প্রেম তুই দিস না আমারে বন্দি হয়ে থাকবো রে আমি তোর বুকের কারাগারে ♪ আড়ে আড়ে দেখি তোরে সুযোগ বুঝে আমি বারে বার উপচে পড়া এ ভালোবাসায় করেছি তোর কাছে surrender ও, আড়চোখেতে দেখিস না রে সুযোগ পেলে আমায় বারে বার উপচে পড়া তোর এ ভালোবাসায় করবো না রে আমি surrender ফেলে মায়ারই জাল করলি নাজেহাল বেঁধে রাখিস মনের ভেতরে টাটকা মনে ফটকা প্রেম তুই দিস না আমারে বন্দি হয়ে থাকবো রে আমি তোর বুকের কারাগারে টাটকা মনে ফটকা প্রেম তুই দিস না আমারে বন্দি হয়ে থাকবো রে আমি তোর বুকের কারাগারে