Kishore Kumar Hits

Soumitra Chattopadhyay - Jani Jani Kon Aadikal şarkı sözleri

Sanatçı: Soumitra Chattopadhyay

albüm: Gitanjali, Vol. 2


জানি জানি কোন্ আদি কাল হতে
ভাসালে আমারে জীবনের স্রোতে
সহসা হে প্রিয়, কত গৃহে পথে
রেখে গেছ প্রাণে কত হরষন
কতবার তুমি মেঘের আড়ালে
এমনি মধুর হাসিয়া দাঁড়ালে
অরুণ-কিরণে চরণ বাড়ালে
ললাটে রাখিলে শুভ পরশন
সঞ্চিত হয়ে আছে এই চোখে
কত কালে কালে কত লোকে লোকে
কত নব নব আলোকে আলোকে
অরূপের কত রূপদরশন
কত যুগে যুগে কেহ নাহি জানে
ভরিয়া ভরিয়া উঠেছে পরানে
কত সুখে দুখে কত প্রেমে গানে
অমৃতের কত রসবরষন

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar