Kishore Kumar Hits

Soumitra Chattopadhyay - Jaloprapat şarkı sözleri

Sanatçı: Soumitra Chattopadhyay

albüm: Basanta Noy Abohela


মাঝে মাঝে হিরন্ময় ভোর আসে আমার জানালা গলে
সে রাতেই আমার দীঘল ঘুমের নির্বাসন
জোনাকিরা তাই হয়তো নেভে-জ্বলে
নিঃসঙ্গতা নামক হিম পাহাড়
আমার সামনে দেঁতো মুখে দাঁড়িয়ে থাকে অনড়
আমি যেন এক অভিশপ্ত লখিন্দর
এমন রাতেই আমি হিরন্ময় ভোরের জন্য অপেক্ষা করি
ভোর আসে লজ্জাবতী নদীর মতো, হামলে আসে কিরণ রেনু
হিমেল বাতাসও আসে স্বর্গের সুগন্ধ ছড়িয়ে
এই ভোরে আকাশ প্রজাপতি হয়ে আমার বিছানায় এসে বসে
আর তখন বুকের ভিতর থোকা থোকা আবেগ
ঘাসফড়িং-এর মতো লাফাতে থাকে
আমি কবিতা মনে করে আবেগের শরীরে
শব্দের নক্ষত্র বুনে দিই অন্যরকম আচ্ছনতায়
এই নক্ষত্রগুলো তোমার জন্যই রেখে দিয়েছিলাম অনেকদিন হলো
এমনকি হিরন্ময় ভোরও
হিরন্ময় ভোর তোমাকে কখনও টানেনি, ভোরও তোমার হৃদয় জানেনি
তুমি আলোর পূজারী বলেই নিজেও হয়েছো আলো ঝলমলে রাত
আমি অন্ধকারে নিঃশব্দ জলপ্রপাত

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar