Kishore Kumar Hits

Soumitra Chattopadhyay - Ashrubheja Chokh şarkı sözleri

Sanatçı: Soumitra Chattopadhyay

albüm: Basanta Noy Abohela


কথা ছিল মেঘের পালক ছুঁয়ে হিরন্ময় করে দেবো একটি বিকেল
দেয়ালে টাঙানো থাকবে বৃষ্টি-ধূসর জলছবি
অন্যপাশে প্রখর সূর্যকিরণ লেপ্টে থাকা ঘাসফুল
দামাল বাতাসে পুষ্প রেণু উড়ে যাওয়ার মতো শব্দ উড়িয়ে যাবো
এমন প্রত্যয় ছিল মনে
কাঁচা আবেগের লাজুক মদিরতা আর লড়াকু দ্রোহের ঝাঁঝের মিশেল গেয়ে
কিছু সময় রাঙিয়ে দেবো
স্মৃতিময়তায় বর্ণিল হবে কবিতার অর্থদ্যোতনা, এমন প্রতিশ্রুতিও ছিল
আমাদের অনেকগুলো বিকেল ম্রিয়মাণ হয়েছে তন্ময়তার ফাঁদে
বিকেলগুলো স্মৃতির শিশির ঝরিয়ে বুকের পাঁজরে অর্থহীন কাঁদে
শুধু একটি বিকেল, মাত্র একটি বিকেল চেয়েছিলাম হিরন্ময় হোক
সেই বিকেল কবিতা হবে বলে হয়েছে অশ্রুভেজা চোখ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar