তোমার কাছে যতবার গিয়েছি আবেগের রঙে কি আঁকিনি, বলো? খরখরে কবিতার শূন্য খাতায় শব্দের দ্বীপ্তিময় নক্ষত্র জ্বালতে ঢেলেছিলাম জোছনার জলও তোমার ছোট ছোট অভিমান বুক দিয়ে আগলে রেখে কক্ষপথে জ্বেলেছিলাম যে দীপ নীহারিকা, সপ্তর্ষি নামে তুমিও ডাকো অথচ দেখো না তোমার পানে পাতা আছে কার হৃদয়ের সাঁকো কি নেই বলো তোমার? বিন্দু তোমার, বৃত্তও আছে কপর্দকহীন আমাকে কে আর যাচে? ভোরের গান, কুসুম রোদের পদাবলী রাজপথ-চোরাগলি, শিশির বিন্দু, নীলাভ সিন্ধু দূর পাহাড়ের একাকীত্ব, উদাসী দুপুর হারানো গান, অমিত সুর, গোধূলির বিষন্নতা বিশাল বৃক্ষ কুড়ির দু'টি পাতা আনন্দ-উৎসব, পথমেলা ফেলে আসা স্মৃতি কালবেলা চিরহরিৎ অরণ্য যা নাগরিক বা বন্য কথামালা, নিরেট গদ্য, ইতিহাস যে শিল্প সৃষ্টি হলো সদ্য সবই তোমাকে করে কুর্নিশ আমি আঘাতেও চুপ অন্ধকারের স্বরূপ এক অবহেলা অহর্নিশ