Kishore Kumar Hits

Salma - Palte Geche Mon şarkı sözleri

Sanatçı: Salma

albüm: Palte Geche Mon


আমি আর তোমার school-এ উঁকিঝুঁকি মারবো না
রোজ বিকেলে Station Road-এ ঘুরাঘুরি করবো না
আমি আর তোমার school-এ উঁকিঝুঁকি মারবো না
রোজ বিকেলে Station Road-এ ঘুরাঘুরি করবো না
হাত কেটে রক্ত দিয়ে প্রেমের চিঠি লিখবো না
তোমার জন্য রাতদুপুরে ছটফটিয়ে মরবো না
তুমি তোমার গড়ে নাও জীবন
এখন আমার বদলে গেছে মন
এখন আমার পাল্টে গেছে মন
এখন আমার বদলে গেছে মন
শোনো, এখন আমার পাল্টে গেছে মন
এখন আমার বদলে গেছে মন

আমায় দেখে যখন তুমি মিষ্টি করে হাসতে
ভাবতাম তখন বোধহয় আমায় একটু ভালোবাসতে
সামনে গিয়ে বলতাম যদি তোমায় ভালোবাসি
মুখে কিছু না বললেও থাকতো ঠোঁটে হাসি
আমায় দেখে যখন তুমি মিষ্টি করে হাসতে
ভাবতাম তখন বোধহয় আমায় একটু ভালোবাসতে
সামনে গিয়ে বলতাম যদি তোমায় ভালোবাসি
মুখে কিছু না বললেও থাকতো ঠোঁটে হাসি
এসব তোমার মিথ্যে প্রহসন
এখন আমার বদলে গেছে মন
এখন আমার পাল্টে গেছে মন
এখন আমার বদলে গেছে মন
শোনো, এখন আমার পাল্টে গেছে মন
এখন আমার বদলে গেছে মন

ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে তোমার বর
10-class পড়া বাউন্ডুলের কেমনে করবা ঘর?
কত ভালোবাসি তোমায় আমি শুধু জানি
সারাজীবন ঝরবে আমার দুই নয়নের পানি
ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে তোমার বর
10-class পড়া বাউন্ডুলের কেমনে করবা ঘর?
কত ভালোবাসি তোমায় আমি শুধু জানি
সারাজীবন ঝরবে আমার দুই নয়নের পানি
ভালো থাইকো তুমি আজীবন
এখন আমার বদলে গেছে মন
এখন আমার পাল্টে গেছে মন
এখন আমার বদলে গেছে মন
শোনো, এখন আমার পাল্টে গেছে মন
এখন আমার বদলে গেছে মন
এখন আমার বদলে গেছে মন
এখন আমার বদলে গেছে মন

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar