সুখেরই চাদরে রোদেরই আদর পাঠিয়েছি তোর নামে চাঁদেরই আলোকে রুপোলি পালক রাখা আছে নীল খামে তোর উত্তরেরই আশায় প্রশ্নরা চিহ্ন ভুলে যায় আবেগের ব্যস্ত পারাপার আর কোনো রাস্তা নেই আমার বল না, তোর দোহাই প্রেম ভাসাই কোন জলে Oh my love, আদুরে আলাপ ছুঁয়ে তোর আঁচলে এলাম বলে Be my love, একটা গোলাপ চুপিসারে রেখে গেলাম তোর কোলে মনেরই দেয়ালে খামোকা খেয়ালে আঁকিবুকি তোর ছবি ও, জাগিয়ে চলে যা, তবু তো বলে যা কবে রে আমার হবি আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধুই ঘুরে-ফিরে যাচ্ছে বারেবার আর কোনো রাস্তা নেই আমার বল না, তোর দোহাই প্রেম ভাসাই কোন জলে Oh my love, আদুরে আলাপ ছুঁয়ে তোর আঁচলে এলাম বলে Be my love, একটা গোলাপ চুপিসারে রেখে গেলাম তোর কোলে Take me somewhere far away from here, from here Take me somewhere far away from here, from here