Kishore Kumar Hits

Samina Chowdhury - Benaroshi Chaini şarkı sözleri

Sanatçı: Samina Chowdhury

albüm: Raater Kobita


কই গো? বাজার থেকে এসেছি গো
এসেছিস? আমার জিনিসগুলো এনেছিস তো?
ওহহো, ভুলে গেলাম
এবারও ভুলে গেলি?

যাহ!
বেনারসি চাইনি, সোনার বালা চাইনি
চেয়েছিনু কাঁচের চুড়ি, আলতা, চিরুনি
বেনারসি চাইনি, সোনার বালা চাইনি
চেয়েছিনু কাঁচের চুড়ি, আলতা, চিরুনি
তাও কেন এতদিনও এলে দিলি না?
তোর সনে আমি কোনো কথা কবো না
বেনারসি চাইনি, সোনার বালা চাইনি
চেয়েছিনু কাঁচের চুড়ি, আলতা, চিরুনি

রবিবারের হাট গেল, কিনে দিলি না
বুধবারের হাটও গেল, এনে দিলি না
রবিবারের হাট গেল, কিনে দিলি না
বুধবারের হাটও গেল, এনে দিলি না
রবিবারের হাট গেল, কিনে দিলি না
এতটুকুন কথার তুই দাম দিলি না
তোর সনে আমি কোনো কথা কবো না
বেনারসি চাইনি, সোনার বালা চাইনি
চেয়েছিনু কাঁচের চুড়ি, আলতা, চিরুনি
তাও কেন এতদিনও এলে দিলি না?
তোর সনে আমি কোনো কথা কবো না

ও, তোরে আমি যাই বলি, মনে রাখিস না
তুই কথা দিয়েও কেন কথা রাখিস না?
তোরে আমি যাই বলি, মনে রাখিস না
তুই কথা দিয়েও কেন কথা রাখিস না?
তোরে আমি যাই বলি, মনে রাখিস না
আমার কোনো কথা তুই শুনেও শুনিস না
তোর সনে আমি কোনো কথা কবো না
বেনারসি চাইনি, সোনার বালা চাইনি
চেয়েছিনু কাঁচের চুড়ি, আলতা, চিরুনি
তাও কেন এতদিনও এলে দিলি না?
তোর সনে আমি কোনো কথা কবো না
বেনারসি চাইনি, সোনার বালা চাইনি
চেয়েছিনু কাঁচের চুড়ি, আলতা, চিরুনি
তাও কেন এতদিনও এলে দিলি না?
তোর সনে আমি কোনো কথা কবো না
বেনারসি চাইনি, সোনার বালা চাইনি
চেয়েছিনু কাঁচের চুড়ি, আলতা, চিরুনি
বেনারসি চাইনি, সোনার বালা চাইনি
চেয়েছিনু কাঁচের চুড়ি, আলতা, চিরুনি
বেনারসি চাইনি, সোনার বালা চাইনি
চেয়েছিনু কাঁচের চুড়ি, আলতা, চিরুনি
বেনারসি চাইনি, সোনার বালা চাইনি
চেয়েছিনু কাঁচের চুড়ি, আলতা, চিরুনি

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar