Kishore Kumar Hits

Samina Chowdhury - Ei Jonom Keno şarkı sözleri

Sanatçı: Samina Chowdhury

albüm: Raater Kobita


এই জনম কেন এমন কইরা আসে
শুধু কান্দাইতে, শুধু জ্বালা দিতে
শুধু ভাবিয়া ভাবিয়া দিন কাটাইতে
ও, শুধু ভাবিয়া ভাবিয়া দিন কাটাইতে
এই জনম কেন এমন কইরা আসে
শুধু কান্দাইতে, শুধু জ্বালা দিতে
শুধু ভাবিয়া ভাবিয়া দিন কাটাইতে
ও, শুধু ভাবিয়া ভাবিয়া দিন কাটাইতে
জনম রে, ও জনম রে

একবারের এই জনম লইয়া দেইখাছিলাম স্বপন
সেই স্বপন স্বপনেরই মতন রহিলো গোপন
একবারের এই জনম লইয়া দেইখাছিলাম স্বপন
সেই স্বপন স্বপনেরই মতন রহিলো গোপন
দিন গুনি তাই পরজনমের আশেতে
আর ভাবিয়া ভাবিয়া দিন কাটাইতে
ও, আর ভাবিয়া ভাবিয়া দিন কাটাইতে
জনম রে, ও জনম রে

আমি তো পারি না আর বোবা রহিতে
এই বুক আমার হইলো যে ক্ষয় তারে ভাবিতে
আমি তো পারি না আর বোবা রহিতে
এই বুক আমার হইলো যে ক্ষয় তারে ভাবিতে
তাই মাটির দেহ মাটিতে চাই মিশাইতে
আর ভাবিয়া ভাবিয়া দিন কাটাইতে
ও, আর ভাবিয়া ভাবিয়া দিন কাটাইতে
এই জনম কেন এমন কইরা আসে
শুধু কান্দাইতে, শুধু জ্বালা দিতে
শুধু ভাবিয়া ভাবিয়া দিন কাটাইতে
ও, শুধু ভাবিয়া ভাবিয়া দিন কাটাইতে
জনম রে, ও জনম রে
জনম রে, ও জনম রে
জনম রে, ও জনম রে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar