রাতের কবিতা তোমরা শোনো একদল পাখি এসেছিল পাহাড়ের চুড়োটায় ওরা ভেবেছিল নেবে তা ডানাগুলোয় যখনই হবে সকাল রাতের কবিতা তোমরা শোনো একদল পাখি এসেছিল পাহাড়ের চুড়োটায় ওরা ভেবেছিল নেবে তা ডানাগুলোয় যখনই হবে সকাল ♪ রোদের পোশাক পরা সেই সকাল আর আসেনি পৃথিবীজুড়ে তখন শুধু হিমবাহ স্রোত রোদের পোশাক পরা সেই সকাল আর আসেনি পৃথিবীজুড়ে তখন শুধু হিমবাহ স্রোত ওদের বাঁচার গান জমে গিয়েছিল সাদা বরফে নিশ্চুপ কান্না-শেষ্মা নেমে এসেছিল, আর থামেনি সেই থেকে আজও কাঁদে ঝরনা নিরবধি পাহাড়ের বুকে বুকে রাতের কবিতা তোমরা শোনো একদল পাখি এসেছিল পাহাড়ের চুড়োটায় ওরা ভেবেছিল নেবে তা ডানাগুলোয় যখনই হবে সকাল রাতের কবিতা তোমরা শোনো রাতের কবিতা তোমরা শোনো রাতের কবিতা তোমরা শোনো