Kishore Kumar Hits

Samina Chowdhury - Vorer Kuasha şarkı sözleri

Sanatçı: Samina Chowdhury

albüm: Shat Vai Champa


ভোরের কুয়াশায় লুকিয়ে সূর্য যতই থাকে
দিনের শুরুতে জেগে ওঠে সে পাখির ডাকে
সুখের বসন্ত ছুঁয়েছে যখন হৃদয়টাকে
অনন্ত স্বপ্নে ভেসেছি তখন তোমারই ডাকে আ আ আ
ভোরের কুয়াশায় লুকিয়ে সূর্য যতই থাকে
দিনের শুরুতে জেগে ওঠে সে পাখির ডাকে

ঝরা পাতার নূপুর শুনেছি
পথ চেয়ে আমি তোমার
প্রহর গুনেছি
ঝরা পাতার নূপুর শুনেছি
পথ চেয়ে আমি তোমার
প্রহর গুনেছি
মনে মনে সযতনে
আশা বুনেছি
সুখের বসন্ত ছুঁয়েছে যখন হৃদয়টাকে
অনন্ত স্বপ্নে ভেসেছি তখন তোমারই ডাকে আ আ আ
ভোরের কুয়াশায় লুকিয়ে সূর্য যতই থাকে
দিনের শুরুতে জেগে ওঠে সে পাখির ডাকে

তুমি আমার সুখের ঠিকানা
ভালোবেসে ছুয়ে গেছো
মনের সীমানা
তুমি আমার সুখের ঠিকানা
ভালোবেসে ছুয়ে গেছো
মনের সীমানা
চোখে চোখে অপলকে
কথা বলোনা
সুখের বসন্ত ছুঁয়েছে যখন হৃদয়টাকে
অনন্ত স্বপ্নে ভেসেছি তখন তোমারই ডাকে আ আ আ
ভোরের কুয়াশায় লুকিয়ে সূর্য যতই থাকে
দিনের শুরুতে জেগে ওঠে সে পাখির ডাকে
সুখের বসন্ত ছুঁয়েছে যখন হৃদয়টাকে
অনন্ত স্বপ্নে ভেসেছি তখন তোমারই ডাকে আ আ আ
ভোরের কুয়াশায় লুকিয়ে সূর্য যতই থাকে
দিনের শুরুতে জেগে ওঠে সে পাখির ডাকে
হুম লা লাল্লা লা লা লাল্লা লা লা লালা
লা লাল্লা লা লা লাল্লা লা লা লালা
হুম রা রা রা রু রু রা রা
লা লাল্লা লারা রু লা লা লালা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar