তোমার বাড়ির জানালাতে চড়ুই পাখির চিহ্ন তাতেই অনেক ঈর্ষা হলো, আমি যে উদ্বিগ্ন ও, তোমার বাড়ির জানালাতে চড়ুই পাখির চিহ্ন তাতেই অনেক ঈর্ষা হলো, আমি যে উদ্বিগ্ন কেউ রবে না কাছাকাছি, তোমার জন্যে আমি আছি রোদের সাথে মেঘের মিল কে করবে ছিন্ন? আমি ছাড়া মানবো না তো কাউকে কোনোদিনও তোমার বাড়ির জানালাতে চড়ুই পাখির চিহ্ন তাতেই অনেক ঈর্ষা হলো, আমি যে উদ্বিগ্ন ♪ বলো তোমার চোখ কত দূর যায় এখান থেকে কোন সে নীলিমায়? বলো তোমার চোখ কত দূর যায় এখান থেকে কোন সে নীলিমায়? আমি তোমার নদী হবো, সন্ধ্যা শেষে রাত্রি হবো রাতের সাথী চাঁদের এ মিল কে করবে ছিন্ন? আমি ছাড়া মানবো না তো কাউকে কোনোদিনও তোমার বাড়ির জানালাতে চড়ুই পাখির চিহ্ন ♪ ঈর্ষা আমার থাক, এমনই থাক এমন করেই জীবন কেটে যাক ঈর্ষা আমার থাক, এমনই থাক এমন করেই জীবন কেটে যাক আমি তোমার জাদু হবো, ঘুমের ঘোরে স্বপ্ন হবো তোমার সাথে আমার এ মিল কে করবে ছিন্ন? আমি ছাড়া মানবো না তো কাউকে কোনোদিনও তোমার বাড়ির জানালাতে চড়ুই পাখির চিহ্ন তাতেই অনেক ঈর্ষা হলো, আমি যে উদ্বিগ্ন