Kishore Kumar Hits

Samina Chowdhury - Jodi Ekbar Valobashi şarkı sözleri

Sanatçı: Samina Chowdhury

albüm: Jodi Ekbar Valobashi


যদি একবার "ভালোবাসি" বলতে আমায়
এ জীবন লিখে দিতাম আমি তোমায়
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি আমি তোমায়
জনম জনম ধরে ভালোবেসো তুমি আমায়
এ হৃদয় ক্ষয়ে যাবে, আত্মা উড়ে যাবে
রবে তুমি যুগে যুগে প্রেম সাধনায়
যদি একবার "ভালোবাসি" বলতে আমায়
এ জীবন লিখে দিতাম আমি তোমায়
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি আমি তোমায়
ও, জনম জনম ধরে ভালোবেসো তুমি আমায়
এ হৃদয় ক্ষয়ে যাবে, আত্মা উড়ে যাবে
রবে তুমি যুগে যুগে প্রেম সাধনায়

কতটা ভালোবাসি আমি যে তোমায়
খুঁজে দেখো তোমারই হৃদয়েরই পাতায়
ও, এ বুকে রত্ন তুমি, স্বপ্ন চোখেরই পাতায়
ভালোবাসায় সাজিয়ে রেখো তোমার প্রেমের মায়ায়
ডাকো যদি মন থেকে আসবো ছুটে বুকে
দিবানিশি আছি আমি তোমারই আশায়
যদি একবার "ভালোবাসি" বলতে আমায়
এ জীবন লিখে দিতাম আমি তোমায়
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি আমি তোমায়
জনম জনম ধরে ভালোবেসো তুমি আমায়
এ হৃদয় ক্ষয়ে যাবে, আত্মা উড়ে যাবে
রবে তুমি যুগে যুগে প্রেম সাধনায়

এ জীবনে প্রেম এলো শুধু তোমারই কারণ
আমার যত সুখ ছিলো, সব তোমারই এখন
মনে মনে ভাবি যে আমি কত উদাসী
তোমাকে ছাড়া বলো কী করে একা বাঁচি?
প্রতিদিন ভালোবেসে সুখে-দুঃখে থেকো পাশে
এ হৃদয় চিরতরে দিলাম যে তোমায়
যদি একবার "ভালোবাসি" বলতে আমায়
এ জীবন লিখে দিতাম আমি তোমায়
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি আমি তোমায়
জনম জনম ধরে ভালোবেসো তুমি আমায়
এ হৃদয় ক্ষয়ে যাবে, আত্মা উড়ে যাবে
রবে তুমি যুগে যুগে প্রেম সাধনায়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar