মনের দেয়ালে এঁকেছি তোমায়
সুখের চাদর ভাসাই তোমারই আশায়
এই আমি তোমার আর এই তুমি আমার
এ যেন পাগলের পাগলামিপনা
হায় প্রেম আমার, কাছে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
মন বেঁধে নিতে শুধু তোমায় চায় (শুধু তোমায় চায়)
হায় প্রেম আমার, কাছে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
মন বেঁধে নিতে শুধু তোমায় চায় (শুধু তোমায় চায়)
♪
চোখে প্রেম কথা বলে
নিজেকে চাই তাই হারাতে
বুকে আজ ঢেউ তোলে
ভিজতে চাই তোমার জলে
ভালো লাগে স্বপ্ন তোমায় নিয়ে সাজাতে
রংতুলিহীন হৃদয়-নীড়ে ছবি আঁকতে
ভালো লাগে তোমায় নিয়ে স্বপ্ন সাজাতে
রংতুলিহীন হৃদয়-নীড়ে ছবি আঁকতে
দুজন হারাতে
হায় প্রেম আমার, কাছে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
মন বেঁধে নিতে শুধু তোমায় চায় (শুধু তোমায় চায়)
হায় প্রেম আমার, কাছে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
মন বেঁধে নিতে শুধু তোমায় চায় (শুধু তোমায় চায়)
♪
ভেজা ভেজা নীল আকাশ
উড়ে দূরে যাবে সরে
ছোট ছোট স্বপ্নেরা
জাগানো আজ ভালোবাসা
ভালো লাগে তোমায় নিয়ে চাঁদ দেখতে
রংধনুর ওই সাতটি রঙে ভেসে যেতে
ও, ভালো লাগে তোমায় নিয়ে চাঁদ দেখতে
রংধনুর ওই সাতটি রঙে ভেসে যেতে
দুজন হারাতে
হায় প্রেম আমার, কাছে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
মন বেঁধে নিতে শুধু তোমায় চায় (শুধু তোমায় চায়)
হায় প্রেম আমার, কাছে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
মন বেঁধে নিতে শুধু তোমায় চায় (শুধু তোমায় চায়)
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri