Kishore Kumar Hits

Samina Chowdhury - Onek Sedhechhi Sur şarkı sözleri

Sanatçı: Samina Chowdhury

albüm: Amar Ganer Prante


অনেক সেধেছি সুর
অনেক তুলেছি গান
তবু তো হয়নি গাওয়া
এমন কোনো গান
যে গানে নিজেরই কেঁদে ওঠে প্রাণ
অনেক সেধেছি সুর
অনেক তুলেছি গান
তবু তো হয়নি গাওয়া
এমন কোনো গান
যে গানে নিজেরই কেঁদে ওঠে প্রাণ

দেখেছি গাছের পাতা
ঝরে যেতে
শুনেছি শব্দ তার
দু'কান পেতে
দেখেছি গাছের পাতা
ঝরে যেতে
শুনেছি শব্দ তার
দু'কান পেতে
ভয় হয় বুঝি আমি
ফুলের মতো
একদিন ঝরে যাবো
না দিয়ে ঘ্রাণ
যে গানে নিজেরই কেঁদে ওঠে প্রাণ
অনেক সেধেছি সুর
অনেক তুলেছি গান
তবু তো হয়নি গাওয়া
এমন কোনো গান
যে গানে নিজেরই কেঁদে ওঠে প্রাণ

প্রশ্ন করেছি আমি
মনের কাছে
সুর ছাড়া জীবনের
কী দাম আছে
প্রশ্ন করেছি আমি
মনের কাছে
সুর ছাড়া জীবনের
কী দাম আছে
যখনই প্রশ্ন আসে
তখনই ভাবি
শিল্পী হবার পিছে
বিধাতার দান
যে গানে নিজেরই কেঁদে ওঠে প্রাণ
অনেক সেধেছি সুর
অনেক তুলেছি গান
তবু তো হয়নি গাওয়া
এমন কোনো গান
যে গানে নিজেরই কেঁদে ওঠে প্রাণ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar