আজ তোমারই অপেক্ষায় বুজে গেছে কিছু নীলপদ্ম
অভিমানী শিশিরকণা মিশেছে হাওয়ায়
আজ তোমার পথ চেয়ে ভোর পাখিরা গেয়ে গেয়ে
উড়ে গেছে দূর, বহু দূর, রুপালি ডানায়
তুমি কোথায়? তুমি কোথায়?
♪
আজ তোমার আশায় চোখের পাতায়
স্বপ্নরা করে হাসি-খেলা
তোমার আশায় মন-আঙিনায়
সুর-তাল দিয়ে যায় দোলা
আসবে বলে কথা রাখলে না, হায়
তুমি কোথায়? তুমি কোথায়?
♪
হায়, তুমি আসবে বলে দখিনা জানালায়
কুয়াশায় ভেজা রোদ আসে
আসবে বলে হৃদয়ের আয়নায়
তোমার ওই প্রিয় মুখ ভাসে
বাসবে ভালো খুব, বসে আছি এই ভরসায়
তুমি কোথায়? তুমি কোথায়?
আজ তোমারই অপেক্ষায় বুজে গেছে কিছু নীলাপদ্ম
অভিমানী শিশিরকণা মিশেছে হাওয়ায়
আজ তোমার পথ চেয়ে ভোর পাখিরা গেয়ে গেয়ে
উড়ে গেছে দূর, বহু দূর, রুপালি ডানায়
তুমি কোথায়? তুমি কোথায়? তুমি কোথায়?
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri