মনের ভুলে মন বেধেছি তোমার মনের সাথে সাড়াটা দিন কাটে এখন ক্লান্ত ভাবনাতে বুকের ভিতর হাজার ব্যথা চোখের কোনে নিরবতা অভিমানির ছবি আঁকি সবুজ দুটি হাতে মনের ভুলে মন বেধেছি তোমার মনের সাথে সাড়াটা দিন কাটে এখন ক্লান্ত ভাবনাতে আড়াল থেকে ভাব আমায় খুব যখনি চাই আধারে দাও ডুব আড়াল থেকে ভাব আমায় খুব যখনি চাই আধারে দাও ডুব জানি না কি আছে তোমার অবুঝ কল্পনাতে মনের ভুলে মন বেধেছি তোমার মনের সাথে সাড়াটা দিন কাটে এখন ক্লান্ত ভাবনাতে উড়াল হাওয়াই তোমার বিচরন আমাকে দাও জলের আবরন উড়াল হাওয়াই তোমার বিচরন আমাকে দাও জলের আবরন বলি এ বার মুখটা ফিরাও চাঁদের জোস্নাতে মনের ভুলে মন বেধেছি তোমার মনের সাথে সাড়াটা দিন কাটে এখন ক্লান্ত ভাবনাতে বুকের ভিতর হাজার ব্যথা চোখের কোনে নিরবতা অভিমানির ছবি আঁকি সবুজ দুটি হাতে মনের ভুলে মন বেধেছি তোমার মনের সাথে সাড়াটা দিন কাটে এখন ক্লান্ত ভাবনাতে