Puja - Brishtir Gaan şarkı sözleri
Sanatçı:
Puja
albüm: Puja
জানালা খুলে দাঁড়িয়ে আছি
ভাবনারাশিতে চেনা আহবান
ভাবছি তোমায় এমন সময়
রিমঝিমঝিম বাজে বৃষ্টির গান
তুমিও কি ভাবছো আমায়?
তুমিও কি ভাবছো আমায়?
নাকি বসে আছো একা নিয়ে অভিমান
রিমঝিমঝিম বাজে বৃষ্টির গান
রিমঝিমঝিম বাজে বৃষ্টির গান
জানালা খুলে দাঁড়িয়ে আছি
ভাবনারাশিতে চেনা আহবান
মেঘলা আকাশ আজ, মেঘলা এ মন
কত কী যে ভাবে সারাক্ষণ
উদাসী বাতাস এসে বলে নীরবে
কেন তুমি দূরে যে এখন
নাকি বসে আছো একা নিয়ে অভিমান
নাকি বসে আছো একা নিয়ে অভিমান
রিমঝিমঝিম বাজে বৃষ্টির গান
রিমঝিমঝিম বাজে বৃষ্টির গান
হয়তো তোমার মনে সুখেরই প্রহর
ভুলে গেছ পুরোনো কথা
অচেনা লাগে আজ চেনা গুঞ্জন
ছুঁয়ে আছি নীরবতা
নাকি বসে আছো একা নিয়ে অভিমান
নাকি বসে আছো একা নিয়ে অভিমান
রিমঝিমঝিম বাজে বৃষ্টির গান
রিমঝিমঝিম বাজে বৃষ্টির গান
জানালা খুলে দাঁড়িয়ে আছি
ভাবনারাশিতে চেনা আহবান
তুমিও কি ভাবছো আমায়?
তুমিও কি ভাবছো আমায়?
নাকি বসে আছো একা নিয়ে অভিমান
রিমঝিমঝিম বাজে বৃষ্টির গান
রিমঝিমঝিম বাজে বৃষ্টির গান
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri